ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় বারের মতো অভিষেক হল পর্তুগীজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
ম্যানইউয়ের একাদশে স্থান পেয়েছেন রোনালদো। রোনালদো ছাড়াও শুরুর একাদশে স্থান পেয়েছেন গ্রিন উড, ব্রুনো ফার্নান্দেস, সাঞ্চোরা।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সাবেক ম্যানইউ তারকার দ্বিতীয়বারের মতো অভিষেক হতে যাচ্ছে। এই গ্রীষ্মেই জুভেন্টাস থেকে সাবেক ক্লাবে ফিরেছেন তিনি।
প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান খেলোয়াড় ফ্রেডকে খেলানোর নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে সরকারের নীতি অনুযায়ী কোভিড-১৯-এ লাল তালিকায় থাকা দেশগুলোতে জাতীয় দলের হয়ে খেলার জন্য খেলোয়াড় ছাড়তে রাজি ছিল না ইপিএল।
তারপরেও নিয়ম অমান্য করে যারা দেশের হয়ে খেলতে গিয়েছিল তাদেরকে পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করেছিল ইপিএল। কিন্তু শুক্রবার (১০ সেপ্টেম্বর) ব্রাজিল, ফিফা ও প্রিমিয়ার লিগ এই নিয়ম তুলে নিয়েছে। ফলে ফ্রেডকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে কোচ শোলশায়ার