ডানেডিনে সোমবার ভোরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচে রাজত্ব করেছে বৃষ্টি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্ট পর শুরু হয় ম্যাচ। ২৭ ওভারে নির্ধারিত হয় ইনিংস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান।
ইনিংসের শুরুতে শুভ সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক বেশ ভালো রানের ইঙ্গিত দেন। শামিমা ৩৩ রানে ফিরে গেলেও ফারজানা অর্ধশতক তুলে নেন। তার ব্যাট থেকে আসে ৫২ রানের ঝলমলে ইনিংস। দলের ৫৯ রানে শামিমা আউট হন।
শামিমার বিদায়ের পর যদিও বাংলাদেশের ছন্দপতন ঘটে। তবে ওভার নির্ধারিত হওয়ায় রান পেতে মরিয়া ছিল তারা। বাকিদের আসা-যাওয়ার মিছিলে ফারজানার ব্যাট চলছিল। দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই। অবশেষে বাংলাদেশের ইনিংস থামে ১৪০ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে অ্যামি ৩টি উইকেট পান। এছাড়া ফ্র্যান্সেস ম্যাকে ও হাইলি জ্যানসেন একটি করে উইকেট তুলে নেন।