• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

কিউইদের বিপক্ষে ইনিংস হার দক্ষিণ আফ্রিকার


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৩৮ এএম
কিউইদের বিপক্ষে ইনিংস হার দক্ষিণ আফ্রিকার

ক্রাইস্টচার্চে তৃতীয় দিনে আড়াই ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস এবং ২৭৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই হয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা।

এই টেস্টের জয়ের ফলে নিউজিল্যান্ড সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয় করার সুযোগ পাচ্ছে এবং ৪৬ বারের দেখায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের পঞ্চম টেস্ট জয় তাদের।

নিজেদের মাটিতে নিউজিল্যান্ড আধিপত্য বিস্তার করে খেলে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায়। এটি একটি হতাশাজনক পারফরম্যান্স ছিল। তৃতীয় দিনের সকালে তারা ৭ উইকেটে ৭৭ রান করে এবং ইনিংস পরাজয় নিশ্চিত করে।

৩ উইকেটে ৩৪ রানে আবার শুরু করার পর সকালের দ্বিতীয় বলেই চতুর্থ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড চাপ তৈরি করায় সকালের প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২ রান করে।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ধ্বস নামান ম্যাট হেনরি। প্রোটিয়াদের ১০০ রানের নিচে বেঁধে ফেলার প্রধান কারিগর হেনরি একাই তুলে নেন ৭ উইকেট। এমনকি, ব্যাট হাতেও সপ্রতিভ ছিলেন তিনি। মূল্যবান ৬৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া, কিউইদের হেনরি নিকোলাস শত রান (১০৫) তুলে নেন। টম ব্লান্ডেলের ৯৬, নীল ওয়াগনারের ৪৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৮২ রান করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও খেই হারায় দক্ষিণ আফ্রিকা। এবার তাদের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে টেমবা মাভুমার ব্যাট থেকে (৪১)। নিউজিল্যান্ডের টিম সাউদি ৫টি ও ম্যাট হেনরি ও নীল ওয়াগনার ২টি করে উইকেট তুলে নেন। ফলে ইনিংস ও ২৭৬ রানের বড় পরাজয় ঘটে দক্ষিণ আফ্রিকার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!