কলম্বিয়ার সঙ্গে আগের দুটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আর্জেন্টিনার। গত বছর বাছাইয়ের একটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে। কোপা আমেরিকার ম্যাচটিও ১-১ গোলে ড্র ছিল। কিন্তু সেমিফাইনালের খেলা বলেই ম্যাচ গড়ায় পেনাল্টিতে। ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি কিংবা কোচ লিওনেল স্কালোনিকে পায়নি দলটি। তবু জয় ছিনিয়ে আনতে সমস্যা হয়নি। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকল আলবিসেলেস্তেরা।
এই ম্যাচে করোনা থেকে সেরে ওঠা কোচ স্কালোনি ছিলেন ডাগ আউটে। প্রথমার্ধের ২৯ মিনিটেই ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। চিলির বিপক্ষেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে। পুরো ম্যাচেই আর্জেন্টিনার আধিপত্য থাকলেও আর কোনো গোলের সুযোগ হয়নি।