• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

করোনা আক্রান্ত রউফ, ছিটকে গেলেন প্রথম টেস্টে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৩:৩৭ পিএম
করোনা আক্রান্ত রউফ, ছিটকে গেলেন প্রথম টেস্টে
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শুক্তবার (৪ মার্চ) থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়লেন পাকিস্তানি পেস বোলার হারিস রউফ। ফলে তার জায়গায় দলে ডাক পেয়েছেন রিজার্ভ স্কোয়াডে থাকা তরুণ পেসার নাসিম শাহ। 

হারিস রউফ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেললেও পিএসএলে হাসান আলী ও ফাহিম আশরাফ চোটে পড়ার কারণে টেস্টে তার অভিষেক সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হবার কারণে তাকে বাদ দেয় পিসিবি। 

রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে ১৫ সদস্যের দলে ছিলেন হারিস রউফ। তবে করোনা আক্রান্ত হওয়ায় ৫ দিনের আইসোলেশনে থাকতে হবে এই পেসারকে। করোনামুক্ত হয়ে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ থাকছে ২৮ বছরের এই ক্রিকেটারের।

গত রোববার সন্ধ্যায় পিএসএল ফাইনালে লাহোর কালান্দার্সকে শিরোপা জয়ের পর সোমবার জাতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছিলেন। এদিন শাহীন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে একই ফ্লাইটে করে এসেছিলেন, যারা সবাই পিএসএল ফাইনালে অংশ নিয়েছিলেন। 

সোমবার বিকেলে ইসলামাবাদে পৌঁছার পর রউফ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে তার ফলাফল পজিটিভ আসে। রউফের করোনা শনাক্তের পরে স্কোয়াডের বাকি সদস্য এবং সহায়তা কর্মীদের আবারও করোনা পরীক্ষা করা হয়েছিল। এই সব পরীক্ষা নেগেটিভ এসেছে।

পাকিস্তান প্রথম টেস্টের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নৌমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

Link copied!