• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

করোনা আক্রান্ত ডি মারিয়া ও ড্র্যাক্সলার


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৫:০৫ পিএম
করোনা আক্রান্ত ডি মারিয়া ও ড্র্যাক্সলার

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। প্যারিসের ক্লাবটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার তারকা ডি মারিয়া এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৬টি খেলায় তিনটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন। জার্মানির ড্র্যাক্সলার ১৪টি ম্যাচে দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন। এই দুজনকে দল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে পিএসজির অন্য তারকা লিওনেল মেসিসহ তিনজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিলেন। মেসি সেরে উঠলেও বাকিরা এখনো দলের বাহিরে আইসোলেশনে। এই মহামারীতে আক্রান্ত হয়ে দলটি এখন বেশ দুঃশ্চিতায় কাটাচ্ছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!