• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ওয়ানডে সুপার লিগে দ্বিতীয় অবস্থানে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:০১ পিএম
ওয়ানডে সুপার লিগে দ্বিতীয় অবস্থানে টাইগাররা

বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল তাদের ওয়েবসাইটে পুরুষ ক্রিকেটে ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের’ পয়েন্ট তালিকা প্রকাশ করেছে। এতে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

মূলত ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ বিশ্ব এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম স্তর। এর মাধ্যমে দলগুলো বিশ্বকাপে অংশগ্রহণের সরাসরি সুযোগ পায়। ২০১৯ সালে ১৩টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। 

আইসিসির সর্বশেষ আপডেট অনুযায়ী ওয়ানডে সুপার লিগে ৮০ পয়েন্ট  নিয়ে  দ্বিতীয় স্থানে অবস্থান বাংলাদেশের। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে টাইগাররা এই স্থানে আছে।

এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ৯৫। ইংলিশরা ১৫ ম্যাচ খেলে জয় পেয়েছে ৯ ম্যাচে, পরাজিত হয়েছে ৫ ম্যাচে।

এছাড়া তৃতীয় অবস্থান থেকে রয়েছে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

Link copied!