• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৭:০৭ পিএম
ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফর্মেন্স করেছেন মিরাজ। প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট হাতে অপরাজিত ১৯ রানের পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এরপর জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারলেও তার অবদান মূল্যবান ৩৮ রান ও ১ উইকেট।

মেহেদী তার ব্যাট বলের অলরাউন্ড পারফর্মেন্সের স্বীকৃতিও পাচ্ছেন। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ চার ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে। ক্যারিয়ার সেরা অর্জন করে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। 

হাল ধরেন মেহেদী। ৯৪ রানে ৬ উইকেটে হারানো অবস্থায় আফিফ হোসেনের সঙ্গে ৮৬ রানের দারুণ জুটি গড়ে দলকে লজ্জাজনক ইনিংস থেকে উদ্ধার করার চেষ্টা চালান এই তরুণ। বল হাতেও এক উইকেট পান তিনি। মেহেদী তার কৃতিত্বের স্বীকৃতিও পাচ্ছেন। 

বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর এই যে, মেহেদী হাসান মিরাজ পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠছেন। সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হওয়ার পথেই হাঁটছেন এই তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও (বিপিএল) নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি।

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এক নম্বরে। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নাবির রেটিং পয়েন্ট ২৯৫। তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। তার রেটিং পয়েন্ট ২৮২। এরপর চার থেকে সাত নম্বর অবস্থানে যথাক্রমে রশিদ খান (২৭৬), মিচেল স্যান্টনার (২৬৮), বেন স্টোকস (২৬৬) ও ইমাদ ওয়াসিম (২৫৬)। 

Link copied!