• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ড্র


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৮:৪১ এএম
এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ড্র

লা লিগার ম্যাচে আরসিডিই স্টেডিয়ামে রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। গত সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয় উপহার দিয়েছিল তারা।

ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের মাত্র ২ মিনিটে পেদ্রি গোল করে দলকে এগিয়ে দেন। বাঁ দিক থেকে বক্সে ক্রস বাড়ান জর্দি আলবা। বিনা বাধায় বল জালে জড়ান পেদ্রি। ম্যাচের ৩৭ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ হারায় বার্সেলোনা। এর তিন মিনিট পর এস্পানিওলকে সমতা এনে দেন এস ডার্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সেলোনা। তবে ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় এস্পানিওল। ডি-বক্সে ঢুকে বল জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার আর দে টমাস। এবার দলটি গোল পেয়েই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। অন্যদিকে বার্সেলোনাও গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। তবে নিশ্চিত সুযোগ পাচ্ছিল না কেউ।

ম্যাচের শেষ দিকে আক্রমণাত্মক খেলায় মেজাজ হারায় দুই পক্ষই। এস্পানিওলের একজন খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখেন। যোগ করা সময়ে এল দে জং গোল করে বার্সেলোনা দলকে সমতায় এনে দেন। 

লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল বার্সেলোনা। ২৩ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

Link copied!