• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

এশিয়া কাপ আর্চারিতে রোমান-নাসরিনের স্বর্ণ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০২:৫৫ পিএম
এশিয়া কাপ আর্চারিতে রোমান-নাসরিনের স্বর্ণ জয়
ছবি সংগৃহীত

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন আক্তার জুটি। এই জয়ে চলতি আসরে এই প্রথম সোনার পদক পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৯ মার্চ) থাইল্যান্ডের ফুকেটে প্রতিযোগিতার ফাইনালে ভারতের বিপক্ষে ৫-৩ পয়েন্টে জেতে বাংলাদেশ। এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ।

গত শুক্রবার রোমান-নাসরিন জুটি কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে ৬-০ সেট পয়েন্টে হারান। এরপর সেমি-ফাইনালেও একই ব্যবধানে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।

নাসরিনের অবশ্য আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। অবশ্য ফাইনাল নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!