• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

এল ক্লাসিকোয় পাত্তাই পেল না রিয়াল


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:১৪ এএম
এল ক্লাসিকোয় পাত্তাই পেল না রিয়াল

সোমবার রাতে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে বার্সার কাছে পাত্তাই পায়নি মাদ্রিদ। ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।

নতুন কোচের অধীনে বার্সা বেশ উন্নতি করছে তার ফলাফল হিসেবে এল ক্লাসিকোয় আধিপত্য করা।

উসমানে ডেম্বেলে এবং ফেরান টোরেস রিয়ালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেন। ম্যাচের ২৯ মিনিটে ডেম্বেলের ক্রস থেকে অবামেয়াং গোল করে বার্সার গোল উৎসবের শুভ সূচনা করেন।

ম্যাচ জুড়ে রিয়াল অগোছালো এবং নিষ্প্রভ ছিল। যার পুরো সুযোগ কাজে লাগায় বার্সেলোনা। তারা তাদের গতি বজায় রাখে এবং ডিফেন্ডার রোনাল্ড আরাউজো ম্যাচের ৩৮ মিনিটে দলের লিড বাড়িয়ে নেন।

বিরতির পরও দাপট দেখায় বার্সেলোনা। শুরুতেই ৪৭ মিনিটে ফেররান তোরেস গোল করে দলের লিড ৩-০ করেন। এর মাত্র চার মিনিট পর ম্যাচে দ্বিতীয় গোল পান অবামেয়াং।

এই ম্যাচে হারলেও লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। তিন নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।

Link copied!