• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

এমবাপের হ্যাটট্রিকে ফরাসি কাপের শেষ ষোলোতে পিএসজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১০:৫৭ এএম
এমবাপের হ্যাটট্রিকে ফরাসি কাপের শেষ ষোলোতে পিএসজি

লিওনেল মেসি ও নেইমারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। তাতে কি? কিলিয়ান এমবাপেই ধরলেন পিএসজির হাল। তার হ্যাটট্রিক নৈপুণ্যে ফরাসি কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি। 

স্বাগতিক ভেনের বিপক্ষে সোমবার রাতে মাঠে নামে পিএসজি। একাদশে নিয়মিত খেলতে থাকা খেলোয়াড়রা মাঠে ছিলেন না। তাতে খুব একটা অসুবিধা হয়নি। স্বাচ্ছন্দ্যে ম্যাচ জিতে নিয়েছে ফরাসি ক্লাবটি। তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। আরেকটি গোল করেন প্রেসনেল কিম্পেম্বে।

অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে পিএসজিকে তেমন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে হয়নি। বরং ম্যাচের শেষ দিকে তারা খেলেছে একেবারে শান্ত মেজাজে। খেলার ২৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন কিম্পেম্বে। দ্বিতীয়ার্ধের ৫৯ ও ৭১ মিনিটে গোল পান এমবাপে। এর পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বছরের প্রথম দিকেই দারুণ শুরু করেন এই ফরাসি তারকা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!