পিএসজি লিগ ওয়ানে দারুণ ফর্মে আছে। শীর্ষ অবস্থান ধরে রেখেছে দলটি। প্যারিসে শুক্রবার রাতে রেনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতেছে প্যারিসের দলটি।
ম্যাচের শুরুতে সুযোগ পায় রেনে। সপ্তম মিনিটে তাদের সুযোগ ব্যর্থ করে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। ম্যাচের ৩৪ মিনিটে পিএসজির তারকা কিলিয়ান এমবাপের শট লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতির পর পিএসজি গোল দেওয়ার চেষ্টা করলেও তাদের জোরালো কোনো শট ছিল না। তবে ম্যাচের ৬৩ মিনিটে এমবাপে বল প্রতিপক্ষের জালে জড়ালেও অফসাইড হয়। দুই পক্ষের আক্রমণে কেউই বল গোলবারের জাল স্পর্শ করাতে পারেনি।
ম্যাচের মূল সময় শেষ হলে অতিরিক্ত যোগ করা সময়ে পিএসজির কাঙ্ক্ষিত গোলের সুযোগ আসে। এবার আর ভুল করেননি এমবাপে। লিওনেল মেসির বাড়ানো বলে সহজেই প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন এই ফরাসি ফুটবলার। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
লিগে ২৪ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৫৯। ওঁলাপিক দ্য মার্সেই ১৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।