পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে দলকে বড় স্বস্তি এনে দিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু ব্যাট করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে সেই স্বস্তি অনেকটাই উবে গেছে টাইগারদের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (৬*) ও ইয়াসির আলী (০)। বাংলাদেশের লিড ৬৯।
এদিন দলীয় ১০ রানেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। দলীয় ১৪ রানে শাহীন আফ্রিদির এলবিডাব্লুর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন সাদমান ইসলাম (১)। একই ওভারের পঞ্চম বলে আউট হন তিনে নামা নাজমুল হোসেন শান্ত (০)। অধিনায়ক মোমিনুল হকও রানের খাতা খোলার আগে হাসান আলীর শিকার হয়ে মাঠ ছাড়েন।
এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম ও সাইফ হাসান।সাঈফকে (১৮) আউট করে জুটিও ভাঙনে আফ্রিদি।