পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের বয়স ৪০ ছাড়িয়েছে। তবুও দেশটির সাবেক অধিনায়ক এখনই অবসরের কথা ভাবছেন না। কারণ তিনি বিশ্বাস করেন দলকে দেয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে।
শোয়েব ক্রিকেটকে এখনো বেশ উপভোগ করছেন। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের হয়ে খেলছেন। সব ফরম্যাট মিলিয়ে তার ম্যাচসংখ্যা সাড়ে ৪'শর কাছাকাছি।
শোয়েব বলেন, "আমার বয়স হওয়া সত্ত্বেও কেউ বলতে পারবে না আমি দলের কাছে বোঝা। আমি সর্বোচ্চ ভালো পারফর্ম করেছি। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। মাঠে আমার যোগ্যতা দেখিয়েছি। আমি এখনও ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করছি। কারণ আমার সমস্ত অভিজ্ঞতা এখন কাজে লাগাচ্ছি।"
মালিক আরও বলেন, ‘আপনি যেকোনো সময় নিজের ফিটনেসের উন্নতি ঘটাতে পারেন। তবে আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই যে ফিটনেসের বিষয়টা আমার মধ্যে শুরু থেকেই ছিল।’
৪০ বছর বয়সী শোয়েবের অবসর নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ভবিষ্যৎবানী করার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন এই পাক তারকা। তিনি সম্প্রতি পাকিস্তান সুপার লিগে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন। পেশোয়ার জালমির হয়ে ১১ ম্যাচে ৪৪.৫৫ গড়ে ৪১১ রান করেছেন শোয়েব। আরও ২-৩ বছর ক্রিকেট খেলার যে ইচ্ছা এ স্পিনিং অলরাউন্ডারের, পিসিবি কি তাকে সেই সুযোগ দিবে?