বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, কিউইদের ঘরের মাটিতে সব সংস্করণ মিলিয়ে প্রথম জয়, বছরের প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়, আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের কারো বিপক্ষে দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ জয় এবং দেশের বাইরের টেস্টে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার।
অর্জনের তালিকাটা ঠিক এতটাই বড়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ে টাইগাররা ভেঙেছেন একে একে পাঁচটি রেকর্ড। চোখ ধাঁধানো পারফরম্যান্সে জয় করে নিয়েছেন সমালোচকদের মন।
শুধু ইন্টারনেট আর সংবাদ শিরনামে নয়, টাইগারদের প্রশংসায় সিক্ত করেছে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষ টুইটার করার লোভ সামলাতে পারেনি খোদ আইসিসিও। বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা উল্লেখ করে দিয়েছে অর্জনের তালিকাও।
৮ উইকেটে ঘরের মাঠে টাইগারদের কিউই বধ। যার মাধ্যমে মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা।
টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয় ছিনিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয়নি মমিনুলদের। দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের কাজটা সহজ করেছেন ইবাদত-তাসকিনরা।
দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রস টেইলরকে বিদায় করেই দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট অর্জন করেন ইবাদত। এরপর জেমিসনকেও শূন্য রানে বিদায় জানান এই তরুণ পেসার। দেশের বাইরে এটিই বাংলাদেশি কোনো পেসারের সেরা বোলিং।
ইবাদতের জোড়া আঘাতের পর টিম সাউদি ও রাচিন রবিন্দ্রকে সহজ শিকার করে নেন তাসকিন। এরপর ট্রেন্ট বোল্টকে বিদায় করেন মিরাজ। দলীয় ১৬৯ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের স্কোরকার্ড।
এরপর মাত্র ৪০ রানের মামুলি লক্ষ্য হেসে খেলেই পার করেছে ব্যাটাররা। সাদমান ইসলাম ৩ ও নাজমুল হোসেন শান্ত ১৭ রান ফিরে গেলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক মমিনুল হক ও অভিজ্ঞ মুশফিক।
১৬.৫ ওভারেই নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। আর ম্যাচসেরা ইবাদত হোসাইন সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৬টি উইকেট।