উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত এক রাত কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। ম্যাচে জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে ৩-১ ব্যবধানে জিতিয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) রাতে ফরাসি এই ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সের পর উচ্ছ্বাস বাঁধ ভাঙ্গা উল্লাস রিয়াল ভক্ত-সমর্থকদের মধ্যে। ১৯৭১ সালের প্রথম দেখার পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে ষষ্ঠ ম্যাচে খেলতে নেমে প্রথমবার জয়ের স্বাদ পাওয়া রিয়ালকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক-বর্তমান কোচ, খেলোয়াড়রা। এই তাকিয়াক্য বাদ যাননি রিয়ালের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ স্প্যানিশ কিংবদন্তি বেনজেমাকে 'কে৯' তথা করিম ৯ (বেনজেমার জার্সি নম্বর) হিসেবে উল্লেখ করে স্পাইডারম্যান, উলভারিন এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও উপাধি দিয়ে বসেছেন।
বেনজেমার হ্যাটট্রিকে সেমিফাইনালে এক পা রাখা রিয়ালকে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘‘কে৯ একজন স্পাইডারম্যান। কে৯ একজন উলভারিন। কে৯ একজন ভবনের দেখভালকারী। কে৯ আপনার প্রিয় বন্ধু। কে৯ আপনার দাদী। কে৯ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কে৯ আপনার সেই গাইড যার নির্দেশে প্যারাসুট নিয়ে লাফ দেন। কে৯ আপনার রক্ষাকর্তা। কে৯ হলো গড।’’
রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও ফরাসি এই কিংবদন্তিকে প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘‘বেনজেমার মধ্যে বিশেষ এক নেতৃত্বগুণ রয়েছে। সে এখন দারুণ একজন নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। প্রতিনিয়ত নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছে এবং নিজের খেলার উন্নতি করছে।’’
প্রসঙ্গত, আগামী ১৩ এপ্রিল রাত ১ টায় ফিরতি লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে আতিথেয়তা দিবে রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।