উইম্বলডন থেকে ছিটকে গেলেন থিয়েম 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৩৪ পিএম
উইম্বলডন থেকে ছিটকে গেলেন থিয়েম 

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উইম্বলডন টেনিস। সেখানে অংশ নেয়ার কথা ছিলো আমেরিকান ওপেনের চ্যাম্পিয়ন এবং পুরুষ তারকাদের পঞ্চম সেরা ডমিনিক থিয়েম। গত মঙ্গলবার কব্জির ইনজুরি তাকে মাঠ থেকে আগামী কয়েক সপ্তাহের জন্য ছিটকে দেয়ায় উইম্বলডনে দেখা যাবেনা এই তারকাকে। 

ম্যালরকায় গত মঙ্গলবার আদ্রিয়ান মানারিনোর সাথে কোর্টে খেলছিলেন থিয়েম। সেখানেই ফোরহ্যান্ড শট নেয়ার সময় কব্জিতে আঘাত পান ২৭ বছর বয়সী এই অস্ট্রিয়ান তারকা। তার কব্জিতে স্প্লিন্ট দেখা গেছে, যা আগামী পাঁচ সপ্তাহ পর্যন্ত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই তারকা জানিয়েছেন, “দ্রুত সেরে ওঠার জন্য চিকিৎসকের সকল পরামর্শ আমি মানবো। কোর্টে দ্রুত ফেরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” 

আগামী সোমবার থেকেই শুরু হতে যাচ্ছে উইম্বলডন টেনিস, চলবে ১১ জুলাই পর্যন্ত। উইম্বলডনে চতুর্থ সেরা হয়ে নামার কথা ছিলো দুবার ফরাসি ওপেনের ফাইনালে রানার্স আপ হওয়া থিয়েমের। অবশ্য উইম্বলডনে ২০ বারের টেনিস চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকেও দেখা যাবে না পুনর্বাসনকালীন সময়ের জন্য।

Link copied!