• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

উইম্বলডনের প্রাইজমানি বাড়ল ১১.১ শতাংশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০২:৫০ পিএম
উইম্বলডনের প্রাইজমানি বাড়ল ১১.১ শতাংশ
ছবি সংগৃহীত

আগামী ২৭ জুন শুরু হচ্ছে এবারের উইম্বলডন। কিন্তু ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে এবারের উইম্বলডন থেকে। এই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনও জানিয়ে দিয়েছে, র‍্যাঙ্কিংয়ে উইম্বলডনের পারফরম্যান্স বিবেচ্য হবে না। তার মানে ম্যাচ জিতলেও কারও র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট যুক্ত হবে না।

এসব বিষয়ে যখন টেনিস বিশ্ব যখন ক্ষুব্ধ, ঠিক এমন সময়ে নাওমি ওসাকাসহ অনেক তারকা উইম্বলডনে না খেলার হুমকি দিয়েছেন। কিন্তু তারকাদের ছাড়া উইম্বলডন ভাবা অসম্ভব। তাই এই টুর্নামেন্টের প্রাইজমানি ১১.১ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।

টেনিসের সবচেয়ে প্রাচীন ও অভিজাত গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবার র‍্যাঙ্কিং পয়েন্ট প্রাপ্তির সুযোগ না থাকলেও থাকছে লোভনীয় নগদ প্রাপ্তির হাতছানি।

পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন দুই মিলিয়ন পাউন্ড করে। বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ১৪ লাখ টাকা। এছাড়া মোট প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪০.৩৫ মিলিয়ন পাউন্ড। এককের প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবেন তারাও পাবেন অন্তত ৫০ হাজার পাউন্ড করে।

Link copied!