দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু অজি দলের সাথে পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন স্পিন বোলিং কোচ ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম।
১৯৯৮ সালের পর প্রথমবারের মত পাকিস্তান সফরে নিয়মিত স্পিন বোলিং কোচ শ্রীধরনকে না পাওয়ায় তার জায়গায় নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির হাতে দায়িত্ব দিতে চায় অসিরা।
এমন অবস্থায় পাকিস্তান সফরের জন্য ভেট্টোরির সাথে আলোচনা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারা। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ডের এক মূখপাত্র।
ঐ মুখপাত্র জানান, অন্তবর্তীকালিন সময়ের জন্য দায়িত্ব নিতে ভেট্টোরির সাথে আলোচনা করছেন।
আর কয়েক দিন পরই পাকিস্তানে ঐতিহাসিক সফরের জন্য দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। হাতে কম সময় থাকায় চুক্তি না-ও হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শেষবার ২০১৩ সালে সাপোর্ট স্টাফ ছাড়া ভারত সফর করেছিল অস্ট্রেলিয়া দল। ঐ সফরে ভারতের বিপক্ষে অজিরা ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল।
এর আগেও ভেট্টোরিকে দায়িত্ব দিতে চেয়েছিল সিএ। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভেট্টোরি। এ ছাড়া ২০১৯-২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
২০১৭ সালে ভারতে শেষ সফরে যাবার আগে অস্ট্রেলিয়ান স্পিনারদের সাথে কথা বলেছিলেন ভেট্টোরি। যখন চার টেস্টের সিরিজে তাদের সহায়তা করেছিলেন শ্রীরাম।
এটিও জানা গেছে, স্থানীয়ভাবে আরও কয়েকজনের সাথে আলোচনা করা হয়েছে। যারা স্পিনারদের সাথে বিশেষভাবে প্রস্তুতিমূলক বা প্রাক-মৌসুম ক্যাম্পে এবং হোম সিরিজের সময় নির্দিষ্ট ভূমিকা পালন করে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিবেচনা করা হয়নি।
আসন্ন পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট-ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টেস্ট, ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।