শেষবার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে নক আউটে হারিয়েছিল ১৯৮১ সালে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভাবা হয়েছিল উইলিয়ামসন ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়া আবারও তাদের হারিয়ে শীর্ষে উঠে এলো। রোববারের ফাইনালে ৭ বল হাতে রেখেই কিউইদের ৮ উইকেটে হারিয়েছে অজিরা।
উইলিয়ামসন কঠিন কন্ডিশনের সঙ্গে লড়ছিলেন। তিনি নিউজিল্যান্ডের পক্ষে সকল প্রতিকূলতার সঙ্গে লড়াই করছিলেন। ফেভারিট না হয়েও টুর্নামেন্টে ফাইনালে ওঠা তাকে দারুণ কিছুর জন্য হাতছানি দিচ্ছিল।
অধিনায়ক হিসেবে উইলিয়ামসন তার সেরাটাই দিয়েছেন। ৪৫ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। দলকে মজবুত একটা ভিত্তি দিয়েছেন। টস ভাগ্য এবং ইতিহাস তাদের সঙ্গ দেয়নি।
ফাইনালের পর উইলিয়ামসন বলেন, “এটা হতাশাজনক ছিল। আমাদের চাপ তৈরি করার কয়েকটি সুযোগ ছিল। আমার মনে হয় আমরা পরিস্থিতি মোটামুটি সামঞ্জস্যপূর্ণ দেখেছি। কিন্তু অস্ট্রেলিয়া দারুণ খেলেছে। তারা দুর্দান্ত ছিল এবং এটা তাদের পুরোপুরি প্রাপ্য।”