• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের প্লে-অফ স্থগিত


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৫:৩০ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের প্লে-অফ স্থগিত
ফাইল ছবি

২৪ মার্চ আসন্ন কাতার বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল স্কটল্যান্ড ও ইউক্রেনের। ম্যাচটি ফিফা কর্তৃক স্থগিত করা হয়েছে।

বেশ কিছুদিন ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দেশটির অবকাঠামো ভেঙে তো পড়েছেই, এর সঙ্গে দেশটির জনগণের মানসিক অবস্থাও বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে ইউক্রেনীয় অ্যাসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ) ফিফার কাছে আবেদন করে যাতে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

দেশটিতে ভয়াবহ যুদ্ধ চলার কারণে জাতীয় দলের খেলোয়াড়রা দেশ ছাড়তে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয়ের মধ্যে আছে দেশটি। তাই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো এখন না খেলে পরে খেলার আবেদন জানায় তারা।

ফিফাও আবেদন মঞ্জুর করে। তবে কবে নাগাদ খেলা হবে তা এখনো ঠিক হয়নি। পরিবর্তিত তারিখ পরে জানাবে ফিফা। ধারণা করা হচ্ছে জুন মাসই এর সম্ভাব্য বিকল্প তারিখ হতে পারে। এ অবস্থায় স্কটিশ ফুটবল প্রধানও ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে। 

ফিফা এক বিবৃতিতে জানায়, ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা একটা অনুরোধ গ্রহণ করেছি। যাতে তাদের নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়।

বিশ্বকাপের ড্র আগামী ১ এপ্রিল শুক্রবার দোহায় নির্ধারণ করা হয়েছে। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!