• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৭:১৯ পিএম
ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা
ফাইল ছবি

ইংল্যান্ড সফরে এসেই করোনায় আক্রান্ত হন বিরাট কোহলি ও রবিচন্দন অশ্বিন। পরে এই তালিকায় যুক্ত হন অধিনায়ক রোহিত শর্মা। কোহলি ও অশ্বিন সুস্থ হয়ে উঠলেও অধিনায়ক রোহিত এখনও আইসোলেশনে রয়েছেন।

এদিকে আগামী ১ জুলাই এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তবে এজবাস্টন টেস্টে রোহিতকে পাওয়া নিয়েও শঙ্কায় পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই তড়িঘড়ি আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে দলে যুক্ত করেছে ভারত। 

কিন্তু জৈব সুরক্ষা বলয় বা বায়োবাবলের কড়াকড়ি না থাকায় খেলোয়াড়রা ইচ্ছেমতো ঘোরাঘুরি করছিল। কিন্তু সারাবিশ্বে নতুন করে করোনার প্রকোপ বাড়তির দিকে হওয়ায় জৈব সুরক্ষা বলয় না থাকলেও বলয়ের মতো বিধিনিষেধ মেনে চলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। 

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’কে জানিয়েছেন, “বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোর জন্য বোর্ড তাদের ওপর বিরক্ত। তাদেরকে সাবধানও করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি তুলছে। এটা বর্তমান সময়ে সাংঘাতিক হতে পারে। তাই তাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে এবং সবরকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।“

Link copied!