• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হচ্ছেন স্টোকস?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৭:২৮ পিএম
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হচ্ছেন স্টোকস?
ছবি সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালনের পর টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তার অব্যাহতিতে নতুন অধিনায়ক কে হচ্ছেন এটা নিয়ে জোর গুঞ্জন চলছে ইংলিশ ক্রিকেটে। ইংল্যান্ড দল এমন একজনকে দায়িত্ব দিতে চাচ্ছে, যে একাদশে নিয়মিত খেলার যোগ্যতা রাখে এবং ক্ষুরধার ক্রিকেট মস্তিস্কের পাশাপাশি অভিজ্ঞতাও রয়েছে।

নতুন অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে সহ-অধিনায়ক বেন স্টোকসের নাম। তবে ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড কিংবা জস বাটলাররাও থাকছেন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে। কিন্তু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, অধিনায়কের জন্য যোগ্য ব্যক্তি হতে পারেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

সংবাদ সংস্থা বিবিসির পডকাস্টে মাইকেল ভন বলেন, ‘‘স্টোকস ছাড়া কাউকে এই পজিশনে (অধিনায়ক) আমি দেখি না। সে একই সঙ্গে দলে ও নিজের জায়গার নিশ্চয়তা দিতে পারবে।’’

নিজের উপলব্ধির প্রতি বিশ্বাস রেখে ভন জানান, ‘‘বেনের মধ্যে আপনি স্পষ্টতই এমন একজনকে পাবেন, যার ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক রয়েছে। এর জন্য সে তার সবকিছুই দেবে। পাশাপাশি সতীর্থদের কাছ থেকেও সম্মান আদায় করে নিতে জানে সে।’’

এক্ষত্রে বেন স্টোকসের আশপাশে পরামর্শের জন্য সিনিয়র ক্রিকেটারদেরও চান সাবেক এই অধিনায়ক। মাইকেল ভন বলেন, ‘একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে স্টোকসের মধ্যে সবকিছুই আছে, যা আপনি চান। কিন্তু তার অনেক সমর্থক প্রয়োজন। কারণ, আপনার মাঝে যখন এমন অলরাউন্ডার ট্যাগ থাকবে, তখন সবাই ভাববে আপনি সবকিছুই করতে পারবেন। তাই আশপাশে এমন সিনিয়র কাউকে লাগবে, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে।’

কিংবদন্তি স্যার অ্যালিস্টার কুক অবসরে যাবার পর দীর্ঘ ৫ বছর টেস্ট দলের দায়িত্ব সামলেছেন রুট। তার অধীনে ইংল্যান্ড দল ৬৪ টেস্ট ম্যাচ খেলে ২৭ জয়ের সঙ্গে ২৬ পরাজয়ও দেখেছে ইংল্যান্ড। যা কোনো ইংল্যান্ড অধিনায়কের এতো বেশি ম্যাচে অধিনায়কত্ব, জয় কিংবা পরাজয়ের রেকর্ড।

Link copied!