• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের জন্য ভারতের দরকার ২১৬ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৯:২৭ পিএম
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের জন্য ভারতের দরকার ২১৬ রান
ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে হারের পর দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ভারত। সিরিজে হোয়াইটওয়াশ করার মিশনে ভারত বোলিং করতে এসে ডেভিড মালানের ৭৭ ও লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ৪২ রানে ভর করে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে। ফলে হোয়াইটওয়াশের জন্য ভারতের দরকার ২১৬ রান। 

রোববার (১০ জুলাই) ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথম দুই ম্যাচে রানখরায় থাকা ইংল্যান্ডের ওপেনাররা এদিন দেখেশুনে খেলেন। জেসন রয় ২৬ বলে ২৭ রান করে। অধিনায়ক বাটলার ৯ বলে ১৮ রান করেন।

ওয়ান ডাউনে নামা ডেভিড মালান ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৭ রান করেন। মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টোন ৪২ রানে অপরাজিত থাকেন। তবে শেষ দিকে হযারি ব্রুকস ১৯ ও ক্রিস জর্ডান ১১ রানের কামিও ইনিংস খেলে ভারতের সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়।

ভারত বোলিংয়ে রবি বিষ্ণোই ও হার্শাল প্যাটেল ২টি করে উইকেট পান। এছাড়া আভেশ খান ও উমরান মালিকের শিকার ১টি করে। 

Link copied!