• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ডিপিএল ২০২২

আশরাফুলদের বিপক্ষে মোহামেডানের শ্বাসরুদ্ধকর জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৫:৪৭ পিএম
আশরাফুলদের বিপক্ষে মোহামেডানের শ্বাসরুদ্ধকর জয়
ছবি সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দিনের শুরুতে বল হাতে ঝলক দেখিয়েছিলন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। তার ৫ উইকেটের আগুনে ঝরা বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে গেছিল মোহামেডান। তবে শুভাগত হোমের স্পিন ঘুর্ণিতে রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছেন ব্রাদার্সের ব্যাটাররা। ফলে ৫৪ রানের জয় নিয়ে ম্যাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। 
 
মঙ্গলবার (২২ মার্চ) সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় মোহামেডান। পারভেজ হোসেন ইমন ১ আর সৌম্য সরকারকে ৭ রানে বিদায় করেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এরপর রনি তালুকদার আর মোহাম্মদ হাফিজের ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মোহামেডান। 

এমন সময়ে হঠাৎ আশরাফুলের ঘূর্ণি জাদু। ১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারের শেষ বলেই তুলে নেন পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ হাফিজের উইকেট। আগের দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ভালো শুরু করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। কিন্তু এদিন ২৮ রান করার পর আশরাফুলের ঘূর্ণি জাদুতে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এরপর মোহামেডানের হয়ে সর্বোচ্চ রান করা রনি তালুকদারকে (৫৮) ক্লিন বোল্ড করেন আশরাফুল। নিজের তৃতীয় শিকারে সোহরাওয়ার্দী শুভকে ১৬ রানে সাদিকুরের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখন বাংলাদেশের প্রথম পোস্টারবয়। পরের ওভারেই মোহামেডানের অধিনায়ক শুভাগত হোমকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন। এরপর ৩৬তম ওভারে ইয়াসির আলী মিশুকে ফিরিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ৫ উইকেট শিকারের উল্লাসে মাতেন তিনি। 

আট নম্বর ব্যাটার জাহিদুজ্জামান খান অপরাজিত ৪১ রানের ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো মোহামেডানকে। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। বল হাতে আশরাফুল এদিন ১০ ওভারে ২ মেডেনে ২৩ রানে ৫ উইকেট নেন।

জবাবে ২০৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স ইউনিয়ন। সাদিকুর রহমান (২), মাশইকুর রহমান (০) রানে শুভাগত হোমের শিকার হন। এরপর আশরাফুলকেও ১ রানে এলবিডব্লিউর ফাঁদে বিদায় করেন নাজমুল অপু।

মাঝে আমিনুল ইসলাম বিপ্লব (৩৬) আর ধীমান ঘোষ (৩২) হাল ধরার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। ৪৩.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় ব্রাদার্স।

মোহামেডানের অফস্পিনার শুভাগত হোম ২৫ রান দিয়ে নেন ৫টি উইকেট। দুটি উইকেট শিকার নাজমুল ইসলাম অপুর।

Link copied!