ঘরের মাটিতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
এদিকে ওয়ানডে সুপার লিগের এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত এই ১৫ জনের দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া আরও ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও আগে কখনোই ওয়ানডে দলে ডাক পাননি এরা।
এছাড়াও দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি ও নাজমুল হোসেন শান্ত।
তাদের জায়গা দিতে টাইগারদের আগের দল থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, স্পিনার তাইজুল ইসলাম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
টাইগারদের ওয়ানডে দল :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী ও নাসুম আহমেদ।