• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের জয়ে চাপে ভারত-নিউজিল্যান্ড  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৭:৩০ পিএম
আফগানিস্তানের জয়ে চাপে ভারত-নিউজিল্যান্ড  

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হয় আফগানিস্তান ও নামিবিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রানের সংগ্রহ দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে আফগান বোলাররা। রশিদ, নাবীদের অসাধারন বোলিংয়ে ৬২ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল আফগানরা। আফগানিস্তানের এ জয়ে গ্রুপ-২ এ জটিল সমীকরণের মুখে পড়ল ভারত ও নিউজিল্যান্ড। 

এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬০ রানের সংগ্রহ পায় রশিদ খানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। এছাড়া মোহাম্মদ নবী অপরাজিত ৩২, মোহাম্মদ শাহজাদ ৪৫ ও বিদায়ী ম্যাচে আসগর আফগান করেন ৩১ রান। 

এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিং আক্রমণ আফগানিস্তানের। প্রথম ওভার থেকেই তার প্রতিফলন ঘটাতে থাকেন তারা। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে নামিবিয়ার হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান। নামিবিয়ার ওপেনার ক্রেইগ উইলিয়ামস ১, মিচেল ভ্যান লিনগেন ১১ ও লফটি এটন ১৪ রান করে আউট হন।

আফগান বোলারদের দাপড়ে রান করতে ধুঁকছিল নামিবিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়াইজ ও জান ফ্রাইলিঙ্ক দলীয় সর্বোচ্চ ২০ রানের জুটি গড়েন। ফ্রাইলিঙ্কের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে নামিবিয়ার ইনিংস। 

ডেভিড ওয়াইজ হামিদ হাসানের বলে বোল্ড হয়ে ফিরেন। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ২৬ রান। 

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে নামিবিয়ার ইনিংস। ফলে ৬২ রানের জয় পায় মোহাম্মদ নবীর দল।  

আফগানিস্তানে হয়ে চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন হামিদ হাসান। ১৭ রানে তিন উইকেট নিয়েছেন নাভিল উল হক। দুই উইকেট শিকার করেছেন গুলবাদিন নাইব। একটি উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে।  

Link copied!