বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট অংশের খেলা শুরু হয়েছে গত সোমবার (৭ ফেব্রুয়ারি)। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট সানরাইজার্স। এই ম্যাচেই সিলেটের রবি বোপারা বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।
ম্যাচে টসে জয়লাভ করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া বোপারা। ইনিংসের নবম ওভারে আক্রমণে আসেন সিলেটের এই নতুন অধিনায়ক। ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান তিনি। দুই হাতের আঙুল দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। এই ঘটনায় ৫ রান জরিমানা করা হয় সিলেটকে, যা যুক্ত করা হয় খুলনার ইনিংসের সঙ্গে।
এখানেই শেষ নয়। এই অঘটনের জন্য বোপারার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের সঙ্গে।
আরও বড় শাস্তি দেওয়া হয়েছিল বোপারাকে। ম্যাচ রেফারি দেবব্রত পাল তিন ম্যাচ নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। কিন্তু বোপারা বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর আপিল করলে ম্যাচ ফির জরিমানাতেই এবারের মতো পার পেয়ে যান এই ইংলিশ তারকা।