• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলে নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৫:৩৯ পিএম
আইপিএলে নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ সালের  শুরুর সম্ভাব্য দিনক্ষণ ঠিক হয়েছিল গত বছরই। সেই পরিকল্পনা অনুযায়ী এবারের আইপিএল শুরু হতে পারে ২ এপ্রিল থেকে।

এখনও সূচি চূড়ান্ত না হলেও ফ্র্যাঞ্চাইজিসহ টুর্নামেন্টের অংশীদারদের বিসিসিআই প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে ২ এপ্রিল চেন্নাইয়ে আইপিএল শুরুর সম্ভাবনার কথা।

এই মৌসুমকে সামনে রেখে চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে জায়গা হয়েছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের। গত আসরগুলোতে নিয়মিত খেলা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের জায়গা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে।

এছাড়া শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ রয়েছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে নিলাম।

আইপিএলের ওয়েবসাইট থেকে জানা যায়, ১ হাজার ২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন নিলামের জন্য। বাছাইয়ের মাধ্যমে ৫৯০ জনের চূড়ান্ত তালিকা করা হয়েছে। এরমধ্যে দেশীয় ৩৭০ ও বিদেশি খেলোয়াড় ২২০ জন।

আইপিএলের এই আসরে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট ও টিম আহমেদাবাদ যুক্ত হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!