• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইনের কোর্টে জিতে টেনিস কোর্টের লড়াইয়ে ফিরেছেন জোকোভিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৯:৩০ পিএম
আইনের কোর্টে জিতে টেনিস কোর্টের লড়াইয়ে ফিরেছেন জোকোভিচ

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ টেনিস কোর্টে ফিরে এসেছেন। বিচারক তার ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল করেছেন। মেলবোর্নের একটি অভিবাসন হোটেল থেকে মুক্তি মিলেছে এই টেনিস তারকার।

জোকোভিচকে আটক করার পর গোটা বিশ্বেই গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সার্বিয়ান তারকা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর তার ভিসা বাতিল করে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হোটেলে আটকে রাখা হয়।

অস্ট্রেলিয়ার একটি আদালত সোমবার অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আদেশ দেয়। এমনকি মামলা চালাতে জোকোভিচের যে খরচ হয়েছে সে অর্থও অস্ট্রেলিয়াকে বহন করতে নির্দেশনা দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই মেলবোর্ন পার্কে অনুশীলন করতে দেখা যায় এই তারকাকে। 

আদালতের রায়ের পর সন্তুষ্ট জোকোভিচ বলেন, "আমি খুবই খুশি ও কৃতজ্ঞ যে বিচারক আমার উপর আনীত নিষেধাজ্ঞা বাতিল করেছেন। যা কিছু ঘটেছে সব ভুলে আমি অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টাটা চালিয়ে যেতে চাই। আমি সেদিকেই এখন মনোনিবেশ করছি।
 

Link copied!