• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাডিলেড টেস্টে জয়ের সুভাস পাচ্ছে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:৪৫ পিএম
অ্যাডিলেড টেস্টে জয়ের সুভাস পাচ্ছে অস্ট্রেলিয়া

এবারের অ্যাশেজে লড়াইটা হচ্ছে একপেশে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট বলের কোথাও লড়তে পারছে না সফরকারীরা। অ্যাডিলেড টেস্টের সব দিনের মতো চতুর্থ দিনেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে স্মিথরা। শেষ দিনে জয়ের জন্য অজিদের প্রয়োজন ৬ উইকেট। 

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিনের শুরুতেই নাইট ওয়াচ ম্যান মিচেল নেসের, ওপেনার মার্কুস হ্যারিস ও অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেট তুলে নেন ইংলিশ বোলাররা। 

এরপর ৮৯ রানের জুটি গড়েন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। দলীয় ১৪৪ রানে ৫১ রান করে রবিনসনের বিলে আউট হন হেড। এরপর ফিরেছেন লাবুশেন। তার ব্যাট থেকেও এসেছে ৫১ রান। 

শেষে দিকে এসে ক্যামেরন গ্রিনের ৩৩, মিচেল স্টার্কের ১৯, রিচার্ডসনের ৮ ও ক্যারির ৬ রানে ২৩০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অলি রবিনসন, জো রুট ও ডেভিড মালান নিয়েছেন দুইটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড। 

ররি বার্নসের আউটের পর অস্ট্রেলিয়া 

৪৬৮ রানের বিশাল রানের লক্ষ্য নেমে দলীয় ৪ রানেই ওপেনার হাসিব হামিদের উইকেট হারায় ইংল্যান্ড। রিচার্ডসনের বলে উইকেট কিপার ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে রানেই খাতাই খুলতে পারেননি হামিদ।

এরপর ৪৪ রানের জুটি গড়েন ররি বার্নস ও ডেভিড মালান। ২০ রান করে নেসের বলে এলবিডব্লিও হয়ে যান মালান। আরেক ওপেনার রিচার্ডসনের বলে স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৩৪ রান। অধিনায়ক রুটের ব্যাটও হাসেনি আজ। দিনের শেষের দিকে এসে স্টার্কের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ২৪ রান আসে রুটের ব্যাট থেকে। 

উইকেট তুলে নিয়ে উদযাপনে ব্যস্ত অজিরা 

এর আগে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ১০৩, ডেভিড ওয়ার্নার ৯৫, স্টিভেন স্মিথ ৯৩ ও অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৫১ রান। ইংলিশ বোলার বেন স্টোকস তিন ও জেমস অ্যান্ডারসন নিয়েছেন দুটি উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!