• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ার বোলিং তোপে ঝলক দেখিয়েও নিষ্প্রভ পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০১:২৭ এএম
অস্ট্রেলিয়ার বোলিং তোপে ঝলক দেখিয়েও নিষ্প্রভ পাকিস্তান
ছবি- সংগৃহীত

পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষ হয়েছে। লাহোরে তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার বোলিং তোপে স্বাগতিকরা প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়েছে। অজিরা ১১ রান নিয়ে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে।

লাহোর টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯১ রান। উসমান খাজা ৯১, স্টিভেন স্মিথ ৫৯, ক্যামেরন গ্রিন ৭৯ ও অ্যালেক্স ক্যারে ৬৭ রান করেন।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ দুজনই ৪টি করে উইকেট পান। এছাড়া নৌমান আলি এবং সাজিদ খান একটি করে উইকেট পান।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৯০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। তৃতীয় দিনে ওপেনার আব্দুল্লাহ শফিক ব্যক্তিগত ৮১ রানে ফিরে যান। স্কোরবোর্ডে রান তখন ১৭০। টপ অর্ডার ব্যাটার আজহার আলি ও অধিনায়ক বাবর আজম দুজনই বেশ ভালো সংগ্রহ করেন। আজহার ৭৮ ও বাবর ৬৭ রান করেন।

বাবর এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে বাকি ব্যাটাররা দলের শুভ সূচনাকে মলিন করে দেয় ব্যাটিং ব্যর্থতায়। পাক দলের চার ব্যাটারই আউট হন শূণ্য রানে। অজি দুই বোলার প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের তান্ডবে পাকিস্তান অলআউট হয় মাত্র ২৬৮ রানে। 

কামিন্স ৫৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। স্টার্ক ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। নাথান লায়ন এক উইকেট পান। দিনশেষে বিনা উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে অস্ট্রেলিয়া।

খেলা বিভাগের আরো খবর

Link copied!