• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৭:৪৭ পিএম
অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট

স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান। ১৭ বলে ২৩ রানের ক্যামিও এসেছে আফিফের ব্যাট থেকে।

দুই দেশের প্রথম এ দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ও মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার।

ইনিংসের প্রথম বল ডট বলে শুরু হলেও দ্বিতীয় বলেই রানের দেখা পায় টাইগাররা। মিচেল স্টার্কের ফুললেংথের বলে দারুণ এক ফ্লিকে দুর্দান্ত ছয় মারেন নাঈম। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৬ রান।

দ্বিতীয় ওভারে অবশ্য হ্যাজউলউডকে ভালোভাবে খেলতে পারেনি সৌম্য সরকার। সে ওভারে আসে মাত্র ৩ রান। উইকেটে টার্ন আছে বুঝতে পেরে তৃতীয় ওভারেই অজি অধিনায়ক আক্রমণে আনেন স্পিনার অ্যাডাম জাম্পাকে। জাম্পার ওভারের শেষ বলে লং অফে চার মেরেছেন নাঈম।

শুরু থেকেই নড়বড়ে ছিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়েতে সিরিজ সেরা হওয়া সৌম্য ৯ বলে ২ রান করে সাজঘরে ফিরেন। হ্যাজলউডের বল বাইরে গিয়ে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বল ডেকে আনেন স্টাম্পে। দলীয় ১৫ রানেই ওপেনারকে হারায় টাইগাররা।  

এরপর সাকিব-নাঈম জুটি এগিয়ে নিতে থাকে দলকে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মাঝারী মানের সংগ্রহ পায় টাইগাররা। ৬ ওভার শেষে ৩৩ রান উঠে স্কোরবোর্ডে। জাম্পার মিডল স্টাম্পের বল রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন সমান দুইটি করে চার ও ছয়ে ২৯ বলে ৩০ রান করা ওপেনার নাঈম। টাইগাররা দুই ওপেনারকেই হারায় ৪১ রানের মধ্যে।  

জাম্পার বলে টানা দুই চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫ রানে জীবন পেলেও দলকে বেশীদূর টানতে পারেননি মাহমুদউল্লাহ। ২০ বলে ২০ রান করে হ্যাজলউডের বলে হ্যানরিকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ।

অলরাউন্ডার সাকিব হাসানের ব্যাট থেকে আসে ৩৬ রান। হ্যাজলউডের বলে বোল্ড হওয়ার আগে ৩টি চারের মাধ্যমে ৩৩ বলে এ রান করেন সাকিব। স্টার্কের ইয়র্কারের আউট হওয়ার আগে তরুণ ব্যাটসম্যান শামীম করেন ৪ রান।

আফিফের  রান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেষ ৫ ওভারে  উইকেট হারিয়ে  রান তুলেছে বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৩১ রান। বাংলাদেশকে কি পারবে এত কম রানের মধ্য অস্ট্রেলিয়াকে আটকাতে?

 

 

 

 

 

Link copied!