• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬
রঞ্জি ট্রফি

অভিষেকে শতক হাঁকিয়ে শচীন-পৃথ্বীর পাশে ধুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৫:১৮ পিএম
অভিষেকে শতক হাঁকিয়ে শচীন-পৃথ্বীর পাশে ধুল
যশ ধুল ।। ছবি সংগৃহীত

২০২২ সালটা যেন স্বপ্নের মত কাটছে অনুর্ধ্ব-১৯ জয়ী ভারতের অধিনায়ক যশ ধুলের। বিশ্বকাপ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে কোটি টাকায় দল পেলেন তিনি। তার আগেই দিল্লির হয়ে রঞ্জি ট্রফির দলে সুযোগও পান তিনি। এবার রঞ্জি অভিষেকেই শতরান করে ফেললেন দিল্লির ধুল।  সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন শচীন টেন্ডুলকার এবং পৃথ্বী শ-কে। যশের আগে এই দু’জনেই রঞ্জির অভিষেক ম্যাচে শতরান করেছিলেন। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই শতরান করেন তিনি।

আজ থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে ১৯ বছর বয়সী ধুলকে ওপেনার হিসেবে নামিয়েছিল দিল্লি। দলের অপর প্রান্তের বাকিরা যাওয়া আসার মধ্যে থাকলেও ব্যতিক্রম ছিলেন এই ব্যাটার। কোনও ব্যাটার সেভাবে তাকে সঙ্গ দিতে না পারলেও একাই নিজের মতো খেলে যান যশ। অভিষেকেই ১৩৩ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। 

নিজের ১১৩ রানের ইনিংসে ১৮টি চার মেরেছেন যশ। প্রথম শ্রেণির ক্রিকেটে দাপটের সঙ্গে অভিষেক হল তার। তবে ৯৭ রানের মাথায় মিড উইকেটে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। কিন্তু বোলার নো বল করায় ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। পরে ওই বোলারের বলেই সাজঘরে ফিরে যান এই ভবিষ্যত তারকা।

যশের শতরানের পর বাবা বিজয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, “দারুণ লাগছে। রঞ্জিতে শতরান তো এমনিতেই বিশেষ অনুভূতি। তার উপর অভিষেক ম্যাচেই শতরান আরও আত্মবিশ্বাসী করে তুলবে ওকে।”

Link copied!