যুব বিশ্বকাপে গত আসরের শিরোপাধারী বাংলাদেশ এবারের আসরে ভালো প্রত্যাশা নিয়ে গেলেও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রাকিবুলদের। তবে আইসিসি কতৃক নির্বাচিত যুব সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রিপন মন্ডল।
ডানহাতি পেসার রিপন বাংলাদেশের একটি ম্যাচ ছাড়া সবকটিতেই উইকেট নিয়েছেন। ৬ ম্যাচে তিনি ১৪ উইকেট লাভ করেছেন। এছাড়া চার ইনিংসে করেছেন ৫৬ রান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফাস্ট বোলার রিপন আইসিসির টিম অফ দ্য টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) নির্বাচিত হয়েছেন। ভারতের অধিনায়ক যশ ধুলকে এই দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। যিনি ভারতকে পঞ্চম শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন।
আইসিসির টুর্নামেন্টের সেরা দলঃ
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগু উইলি (অস্ট্রেলিয়া), ডিওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), যশ ধুল (অধিনায়ক, ভারত), টম পার্স্ট (ইংল্যান্ড), ডুনিথ ওয়েলালেজ (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি অস্টওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান), জশ বয়েডেন (ইংল্যান্ড), নূর আহমদ (আফগানিস্তান)।