• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামের অধিনায়কত্ব হারিয়ে ঢাকায় ফিরছেন মিরাজ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৪:৫২ পিএম
চট্টগ্রামের অধিনায়কত্ব হারিয়ে ঢাকায় ফিরছেন মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

মিরাজের নেতৃত্বে দারুণ সময় কাটছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবুও প্রধান কোচ পল নিক্সনের চলে যাওয়া ও অধিনায়কত্ব নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের।

এমন পরিস্থিতিতে শনিবার বদলে ফেলা হয়েছে দলটির অধিনায়ক। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিরাজের বদলে নেতৃত্ব ভার দেওয়া হয় নাঈম ইসলামকে।

দলটির ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে কাউন্টি দল লিস্টারশায়ারের ডাকে হুট করেই চলে গেছেন পল। পাশাপাশি তিনিই নাকি মিরাজকে চাপমুক্ত রাখতে অধিনায়কত্ব বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে গেছেন!

এদিকে মিরাজ চট্টগ্রাম থেকে ফিরে যাচ্ছেন ঢাকা। জানা গেছে, তার মা হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন। তার পাশে থাকতে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফিরে যাচ্ছেন এই ক্রিকেটার।

এর আগে দলের প্রধান কোচ নিক্সন দলটি ছেড়ে চলে যান। তার চলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই মিরাজকে সরিয়ে দেওয়া নতুন রহস্যের সৃষ্টি করেছে। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু বলা হচ্ছে না।

Link copied!