• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অজিদের কোচের পদ থেকে ল্যাঙ্গারের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০২:২৮ পিএম
অজিদের কোচের পদ থেকে ল্যাঙ্গারের বিদায়
ছবি সংগৃহীত

ব্যাট হাতে দেশকে একসময় সার্ভিস দিয়েছেন, এরপর নিজ দেশেরই কোচ বনে যান জাস্টিন ল্যাঙ্গার। তার অধীনে দারুণ সফলই ছিল অস্ট্রেলিয়া দল। ওয়ানডেতে বিশ্বকাপ জিতলেও অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ অধরাই ছিল। সেই শিরোপার ছোঁয়াও পাইয়ে দিয়েছেন তিনি। তার অধীনেই সম্প্রতি ঘরের মাটিতে মর্যাদার অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে বিধ্বংস করে হারিয়েছে ৪-০ ব্যবধানে। সেই ল্যাঙ্গারই এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ল্যাঙ্গারের ব্যবস্থাপনা সংস্থা ডিএসইজি বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে জানানো হয়েছে, ডিএসইজি নিশ্চিত করেছে যে আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর এই পদত্যাগ করা হয়েছে। বৈঠকের পরেই পদত্যাগ করেছেন কোচ।’

আগামী জুনের ল্যাঙ্গারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তিনি দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইলে বোর্ড তাকে আবারও স্বল্পমেয়াদি চুক্তিতে থাকতে বলছিলেন। এ নিয়ে গতকাল (৪ ফেব্রুয়ারি) প্রায় আট ঘণ্টা দীর্ঘ একটা আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন সাবেক এই অজি ক্রিকেটার।

বিদায়বেলায় ল্যাঙ্গারকে দারুণ প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা লিখেছে, ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে যে নেতৃত্বগুণ দিয়ে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছে ও অ্যাশেজে ৪-০ ব্যবধানের জয় এনে দিয়েছে, সে জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’

সামনেই অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এরপরই আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন স্টিভ স্মিথ-প্যাট কামিন্সরা। এমন সূচি শুরু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে ল্যাঙ্গারের সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!