গুঞ্জন ছিল আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্টে মাঠে নামলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ইস্যুতে আবারও আলোচনার টেবিলে সাকিব!
আলোচনায় এলেও বোর্ডকে তার দেয়া চিঠির কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এক টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন, সাকিব নাকি আগামী ৬ মাস আর কোন টেস্ট ম্যাচ খেলবেন না?
তবে সপ্তাহ দুয়েক আগেও শোনা গিয়েছিল, আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব খেললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না তিনি। প্রশ্ন হল- সাকিবের টেস্ট খেলা নিয়ে খোদ বিসিবি থেকেই দু’রকম ভাষ্য মিলেছে।
প্রথমে বলা হয়েছিল, সাকিব শ্রীলঙ্কায় খেলে আইপিএল খেলতে (তখনও নিলাম হয়নি) চলে যাবেন। তবে দক্ষিণ আফ্রিকায় ২ টেস্টের সিরিজ খেলবেন না। এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, নাহ! আগামী ৬ মাস সাকিব কোন টেস্টই খেলবেন না।
তাহলে আসলে ঘটনাটা কী? এই বিষয়ে জানতে চাইলে বিসিবি প্রধান নির্বাহী নিজমাউদ্দীন চৌধুরী সুজন জানান, বোর্ড প্রেসিডেন্ট যখন বলেছেন, তখন ন্শ্চিয়ই ধরে নিতে হবে এমন চিঠি সাকিব দিয়েছেন। না দিলে তো আর বোর্ড সভাপতি এমন কথা বলতেন না।
তার মানে কী সাকিব শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা- কোথাও টেস্ট খেলবেন না? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘না না, এটাতো অনেক আগের কথা। এখন এগুলোই শেষ কথা নয়। দিস আর নট দ্য ফাইনাল ওয়ার্ড।’
যেটা বলা হচ্ছে সেটা অনেক আগের কথা। তারপর কেটে গেছে বেশ কিছু সময়। প্রেক্ষাপট ও দৃশ্যপটও পাল্টেছে। এটাকে ধরে এখন আর চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়ার অবকাশও নেই।
সাকিব যেহেতু আইপিএল খেলছেন না, তাহলে এত দীর্ঘ সময় টেস্ট না খেলার পূর্ব সিদ্ধান্ত কি এখনো বহাল থাকতে পারে?
এ প্রশ্নের জবাবে বিসিবি সিইওর শেষ কথা হলো, ‘পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বিষয়টি সাকিব নিজেই পুনর্বিবেচনা করবেন। হয়ত এটা নিয়ে আরও আলোচনা-পর্যালোচনা হবে। তারপর বলা যাবে শেষ পর্যন্ত কী হবে? তবে এখন আর ওই চিঠির কোনো মেরিট নেই।'