• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০২:৪৯ পিএম
৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ 

মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

মোহাম্মদ নাঈম ৩ বলে ১, সাইফ হাসান ৮ বলে ১ ও নাজমুল হাসান শান্ত ১৪ বলে ৭ রান করে আউট হয়েছেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩ উইকেটে ২৫ রান করেছে বাংলাদেশ। দলীয় ৪০ রানে মাহমুদউল্লাহও আউট হয়ে ফিরেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ও আফিফ ব্যাট করছেন যথাক্রমে ৬ ও ১৭ রানে। 

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ,  শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম।

খেলা বিভাগের আরো খবর

Link copied!