নতুন বছরের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ম্যাচ দিয়ে শুরু হয় তাদের নতুন বছর। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে ৪১ বছরের রেকর্ড ভঙ্গ করেছে রেড ডেভিলরা। ১৯৮০ সালের পর এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে দলটির কাছে হারল ইউনাইটেড।
সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই এলোমেলো খেলতে থাকে ইউনাইটেড। অন্যদিকে প্রতিপক্ষ দলটি মরিয়া হয়ে খেলতে থাকে। একের পর এক আক্রমণে ইউনাইটেডকে পরাস্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে।
তাদের কাঙ্ক্ষিত সুযোগ আসে ম্যাচের ৮২তম মিনিটে। জাও মোতিনহো দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন। তবে ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগে এলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উলভার।
লিগে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। লিগে তারা ছয়টি ম্যাচ হেরেছে। শীর্ষ স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩।