• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

হোমের শেষ ওভারের নাটকীয়তায় জিতল ঢাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৪:২০ পিএম
হোমের শেষ ওভারের নাটকীয়তায় জিতল ঢাকা
ছবি সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৪তম ম্যাচে শুভাগত হোমের পরপর দুই বলে ২ ছক্কায় মিনিস্টার ঢাকা নাটকীয়ভাবে হারিয়ে দিল খুলনা টাইগার্সকে। ম্যাচের উনিশতম ওভারে বাংলাদেশি পেসার খালেদ আহমেদ দুর্দান্ত বোলিং করে দিলেন মাত্র ৪ রান। তাতে শেষ ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার শেষ ওভারের প্রথম দুই বলেই পরপর ২ ছক্কা হাকিয়ে ঢাকাকে দারুণ এক জয় তুলে দিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহর মিনিস্টার ঢাকা। 

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া খুলনাকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। তার ৫০ বলে ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে খুলনা টাইগার্স। 

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় ঢাকা। এরপর আরেক ওপেনার ইমরানুজ্জামানকে বিদায় করেন খালেদ। ১২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জহরুল ইসলাম। 

এই দুই ব্যাটসম্যানের ৫৭ রানের জুটি দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে জয়ের পথে এগিয়ে নেন। এরপর মিডল অর্ডারে শামসুর রহমানে ঝড়ো ২৫ আর অপরাজিত ৯ বলে ১৮ রানের সুবাদে ৫ উইকেটের গুরুত্বপূর্ণ জয় পায় মিনিস্টার ঢাকা। 

এই জয়ে খুলনাকে সরিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে উঠে আসল ঢাকা। আর খুলনার অবস্থান তাদের ঠিক নিচে চারে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!