• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

হারারেতে সাকিব-তামিমদের অন্যরকম ঈদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৭:৪৮ পিএম
হারারেতে সাকিব-তামিমদের অন্যরকম ঈদ

বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে জিম্বাবুয়ের হারারেতে। গতকালই (মঙ্গলবার) শেষ হলো ওয়ানডে সিরিজ। আগামী কাল, বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এর মাঝে বুধবার (২১ জুলাই) ঈদুল আজহা। ফলে হারারেতেই পরিবারপরিজন ছাড়া ঈদ উদযাপন করতে হলো সাকিব-তামিমদের।

সকাল ৯টায় ক্রেস্টা লজ হোটেলের সবুজ চত্বরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ঈদের নামাজ আদায় করেছেন। নামাজে ইমামতি করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। সাদা চাদর আর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন ক্রিকেটাররা। নিজেদের মধ্যে কোলাকুলি আর কিছুক্ষণ গল্পগুজব শেষেই অবশ্য অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিতে রুমে ফিরে যান সবাই। 

দুপুর সাড়ে ১২টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছেন দলের অনেকেই। তবে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ খেলছেন না টি-টোয়েন্টি সিরিজ। আজ সন্ধ্যায়ই দেশে ফিরছেন তারা।

এদিকে সিরিজ উপলক্ষে হারারেতে আসা আরেকটা দল আছে ব্রন্টে গার্ডেন হোটেলে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই হোটেলের সুইমিংপুলের পারে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশের দুই ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী, পাকিস্তানের ধারাভাষ্যকার সিকান্দার বখত এবং সিরিজ কাভার করতে আসা বাংলাদেশের চার সাংবাদিক।

Link copied!