• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি লিভারপুল-ইন্টার মিলান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৬:২৫ পিএম
হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি লিভারপুল-ইন্টার মিলান
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে রাতে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ ক্লাব লিভারপুল। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইতালির সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। 

জাতীয় দলের হয়ে সম্প্রতি আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হয় হয়েছিল সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। তবে ক্লাবে ফিরে ইংলিশ লিগে ফেরাটা ভালো হয়নি তাদের জন্য। লিগে সবশেষ ম্যাচে দল জিতলেও তেমন অবদান রাখতে পারেননি দলের সেরা দুই সদস্য। তাতে অবশ্য বিচলিত নন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। 

চ্যাম্পিয়ন্স লিগে দুইবারের দেখায় ইন্টারকে পাত্তাই দেয়নি অলরেডরা। আগের সেই সুখস্মৃতি নিয়ে এই ম্যাচেও নিজেদের দাপট ধরে রাখবে বলে বিশ্বাস অলরেড কোচের। 

ক্লপ বলেন, মানে ও সালাহ ম্যাচের পরের দিনই ফিট হয়ে যায়। দুইজনের এমন দ্রুত ফিট হয়ে ওঠাটা আমাদের বেশ আশাবাদী করে। ওদের মাঠে খেলাটা কঠিন হবে। তবে জয় নিয়ে ফিরতে মড়িয়া হয়ে আছে গোটা দল।

অন্যদিকে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলায় নিজেদের সেরা পারফর্মেন্স দেয়ার ব্যাপারে আশাবাদী ইন্টার মিলান কোচ নিয়ে বেশ সিমোনে ইনজাগি। 

তিনি বলেন, লিভারপুল বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী দল। গ্রুপ পর্বে তাদের খেলা ছিল দেখার মত। আমি আমার ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলছি আমরা। চেষ্টা করবো নিজেদের সেরাটা দিতে।

রাতে চ্যাম্পিয়নস লিগের আরেক খেলায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে আতিথিয়তা দিবে রেড বুল সলসবুর্গ। সলসবুর্গ এরিনা স্টেডিয়ামে প্রথম লেগের খেলাটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।

খেলা বিভাগের আরো খবর

Link copied!