• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

স্লো ওভার রেটে ভারত ও ইংল্যান্ডের শাস্তি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০২:২৭ পিএম
স্লো ওভার রেটে ভারত ও ইংল্যান্ডের শাস্তি 

স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে দুই দলকেই জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। উভয় দলকেই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা হয়েছে। 
 
প্রথম টেস্টের ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, চতুর্থ আম্পায়ার ডেভিড মিলিন্স ইংল্যান্ড ও ভারতের ওপর স্লো ওভার রেটের অভিযোগ আনেন। এমন অভিযোগের ভিত্তিতে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলকেই এমন শাস্তি প্রদান করেন।

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ভারতের অধিনায়ক ভিরাট কোহলি অপরাধ স্বীকার করায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। 

আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ না করতে পারলে প্রতি ওভারের জন্য দলকে  ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভারের জন্য জরিমানা করা হয় ১ পয়েন্ট।

বৃষ্টির কারণে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ড্র হয়েছে।

Link copied!