সৌদি আরবের রিয়াদে রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদের বিপক্ষে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন বিলবাও। লুকা মদ্রিচ দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা।
ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে মাদ্রিদ। ম্যাচের ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মদ্রিচ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।
বিরতির পরও প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে মাদ্রিদ।
ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সের মুখ থেকে তার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে পেনাল্টি পায় রিয়াল। নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।।
ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড পান মিলিতাও। পাশাপাশি বিলবাও পেনাল্টিও পায়। কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ গোলে শেষ হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।
এই নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতে নিল রিয়াল। রেকর্ড ১৩ বার জিতেছে বার্সেলোনা।