• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১১:৩৬ পিএম
স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার সেরা সাফল্য ২০০৩ সালের বিশ্বকাপে। সেবার বাছাইপর্ব পেরিয়েছিল দলটি। এবার সেই সাফল্য ছাপিয়ে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। সুপার টুয়েলভেরর প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তারা।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বুধবার (২৭ অক্টোবর) প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নামিবিয়া। টস জিতে প্রথমে স্কটিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নামিবিয়া। স্কটিশরা ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে সক্ষম হয়।

১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে নামিবিয়ার। ব্যাটারদের সতর্ক ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলের ৫০ রানে, ফিরে যান জেন গ্রিন। দলের ৬১ রানে জেরার্ড ইরাসমাস সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটের পতন ঘটে ৬৭ রানে, ক্রেইগ উইলিয়ামস ফেরেন ১২.৩ ওভারে। পঞ্চম উইকেটে ডেভিড ওয়াইজ ব্যক্তিগত ১৬ রানে ফেরেন। জ্যান ফ্রাংলিংক আউট হন দলের ১০৯ রানে। আর কোনো উইকেটের পতন না ঘটলে ১৯.১ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নামিবিয়া৷

স্কটল্যান্ডের পক্ষে মিচেল লিয়াস্ক দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান সাফইয়ান শরীফ, ব্রাড উইল, ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট।

Link copied!