• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের গোল উৎসব


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:৪৮ এএম
সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের গোল উৎসব

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দিকে পিছিয়ে থেকেও ৪-১ গোলের জয় নিশ্চিত করেন করিম বেনজেমারা।

ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোল পায় সোসিয়েদাদ। ডিফেন্ডার দানি কারভাহালের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতেই দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মাইকেল ওয়ারজাবাল।

গোল হজম করেই আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদ। তাদের কাঙ্ক্ষিত সাফল্য আসে ম্যাচের ৪০ মিনিটে। প্রায় ৩৫ গজ দূর থেকে দারুণ গতির শটে দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা।

ম্যাচের ৪২ মিনিটে বেনজেমার গোল অফসাইডের কারণে বাতিল হয়। ১ মিনিট পরই আবার গোল। লুকা মদ্রিচ চমৎকার গোলে দলকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণে থাকলেও গোল পাচ্ছিল না মাদ্রিদ। অবশেষে দলটি গোলের দেখা পায় ম্যাচের ৭৬ মিনিটে। ভিনিসিয়াস জুনিয়র ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বেনজেমা সফলভাবে প্রতিপক্ষের জালে বল জড়ান। এর মাত্র ৩ মিনিট পরে ব্যবধান ৪-১ করেন মার্কো অ্যাসেন্সিও।

লিগে ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার ৫৫ পয়েন্ট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!