আজ রোববার সকালে ঢাকায় পা রেখেছেন ক্রিস গেইল। ফরচুর বরিশালের হয়ে খেলছেন এই ইউনিভার্স বস। ঢাকায় পা রেখেই বললেন, ইউনিভার্স বস তার কাজ শুরু করে দেবে।
সকালে ঢাকায় নেমে কোভিড-১৯ পরীক্ষা দিয়ে টিম হোটেলে উঠেছেন গেইল। করোনা রিপোর্ট নেগেটিভ এলে সোমবার মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে দেখা যাবে এই উইন্ডিজ ব্যাটারকে।
বিপিএল খেলতে গেইল বেশ মুখিয়ে আছেন বোঝাই যাচ্ছে। ঢাকায় পা রেখেই এক ভিডিও বার্তায় গেইল বলেন, "হ্যালো ফরচুন বরিশাল, আমি ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে দলে নেওয়ার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করতে আমি মুখিয়ে আছি। দারুণ কিছুর অপেক্ষায়। প্রথম ম্যাচ জয়ের জন্য অভিনন্দন। পরের ম্যাচের জন্য শুভকামনা। ইউনিভার্স বস তার কাজ শুরু করে দেবে। আন্তরিক অভ্যর্থনার জন্য ধন্যবাদ।"
যদিও গেইল সেই মারকুটে ব্যাটারের ভূমিকায় এখন আর নেই। টি-টোয়েন্টিতে বোলারদের ত্রাস সৃষ্টি করা গেইল সর্বশেষ আইপিএলে ব্যর্থ ছিলেন। এমনকি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তার ব্যাট।
তবে বিপিএলে আবারও নিজের সেরা ফর্মে ফিরবেন গেইল - এমন আশা ভক্তদের। আর শিরোপা জয়ে মিনিস্টার ঢাকাও পূর্ণ আস্থা রাখছে তার উপর।