• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেঞ্চুরি করে সাকিবদের কাতারে রশিদ খান 


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৮:১০ পিএম
সেঞ্চুরি করে সাকিবদের কাতারে রশিদ খান 

সাকিব মালিঙ্গাদের কাতারে পৌঁছলেন আফগান স্পিনার রশিদ খান। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষদের ১০০ উইকেট পাওয়া বোলারদের ক্লাবে নিজের নাম লেখালেন আফগানিস্তানের স্পিন বিস্ময়।

শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করে তিনি। 

যদিও পাকদের কাছে আফগানরা হেরে যায় তবে রশিদের জন্য আনন্দের সংবাদই বটে। কারণ টিম সাউদি, সাকিব আল হাসান ও লাসিথ মালিঙ্গার পর রশিদই চতুর্থ ব্যক্তি যিনি এই মাইলফলক স্পর্শ করলেন।

রশিদ খানের অভিষেক ঘটে ২০১৫ সালে এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে এই সম্মান অর্জন করেন। ছয় বছরে মাত্র ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই সাফল্য পেয়েছেন তিনি। 

মালিঙ্গাকে খেলতে হয়েছে ৭৬টি ম্যাচ এবং সাকিব ও টিম সাউদি উভয়ে ১০০ উইকেট পেতে খেলেছেন ৮৪ ম্যাচ।

অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিবই। তার ঝুলিতে ১১৭ উইকেট। টি-টোয়েন্টিতে আফগানিস্তান যে পরিমাণ ম্যাচ খেলে তাতে সাকিবকে ছাড়িয়েও যেতে পারেন তিনি। 

Link copied!